দক্ষিণে বৃষ্টি, উত্তরেও বৃষ্টি!

আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জেনে নিন।

author-image
Shroddha Bhattacharyya
New Update
rain photography

নিজস্ব সংবাদদাতা: আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের মানুষ মুখ দেখেছে বৃষ্টির। কিন্তু উত্তরবঙ্গের কী অবস্থা? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায় সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

weather-effects-composition_23-2149853295-ezgif.com-avif-to-jpg-converter (1)

কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষণের তীব্রতাও কমতে থাকবে।

darjeeling weather.jpg

প্রসঙ্গত, জুলাইয়ের শুরু থেকে ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। 

Adddd