New Update
/anm-bengali/media/media_files/SMZka6H5gGbprQ0q3RQf.webp)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই, অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর জেরে লাল সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গে।
/anm-bengali/media/post_attachments/168fe3abac884ed4a7c6f1e79a957d8f14bc0d1bce9f7ce15b55cc470442dd65.jpg)
আরও জানা গেছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির জন্য ধসও নামতে পারে।
/anm-bengali/media/post_attachments/fb701ef830646a6742c9efb60979031d7c4b252ccb5ee01918de2469c30181c3.jpeg)
এছাড়া, তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদেরা। শুক্রবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ি ও কোচবিহারে।
/anm-bengali/media/post_attachments/ee7322e2b96da69d0b3d2fd4426f4f0c8f10e84ba8c68de7bfaabd83966a4a27.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us