ফুঁসছে তিস্তা! দার্জিলিঙে নামতে পারে ধস!

শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
Shroddha Bhattacharyya
New Update
NYMTUHFJGYIUI

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই, অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর জেরে লাল সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গে।

Landslides in Darjeeling-Kalimpong feared amid heavy rains in Bengal |  Latest News India - Hindustan Times

আরও জানা গেছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টির জন্য ধসও নামতে পারে।

North Bengal sees heavy rains, Darjeeling suspends trekking

এছাড়া, তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদেরা। শুক্রবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙ, কালিম্পঙ, জলপাইগুড়ি ও কোচবিহারে। 

Add 1