বদলেছে আবহাওয়া, চোখ রাঙানি কি ভয় ধরিয়েছে

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

New Update
darjeeling rain.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মৌসুমী অক্ষরেখার প্রভাব শুধু দক্ষিণবঙ্গেই নয় পড়েছে উত্তরবঙ্গেও। যার জেরে উত্তরবঙ্গের জেলা গুলিতে হতে চলেছে ভারী বৃষ্টিপাত, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সোম ও মঙ্গলবার অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ৫ জেলাতেই।

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। সোম ও মঙ্গল এই দু’দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। এখন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।