ঘনাচ্ছে বিপদ, উত্তরবঙ্গবাসী সাবধান

বর্তমানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জেলাতেও একই। আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানা যাচ্ছে।

New Update
darjeeling rain.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এই মুহুর্তে আকাশ পরিষ্কার, তবে বিপদ কিন্তু ফের ঘনাচ্ছে। উত্তরবঙ্গে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। কিছুদিন পর থেকেই তা বোঝা যাবে উত্তরবঙ্গের জেলাগুলির ওপর।

বর্তমানে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। অন্যান্য জেলাতেও একই। আর সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ। বাতাসে হাওয়ার গতিবেগ ঘন্টায় ১০ কিলোমিটার। তবে এই পরিস্থিতি বদলাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।