উত্তরবঙ্গে এখনও কমেনি বৃষ্টি!

ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে জারি করা হয়েছে লাল সতর্কতা।

author-image
Shroddha Bhattacharyya
New Update
NYMTUHFJGYIUI

নিজস্ব সংবাদদাতা: উত্তর-পূর্ব অসম এবং আশপাশের এলাকার উপর ঘূর্ণাবর্ত থাকার কারণে, উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

darjeeling weather.jpg

মে মাসের শেষ দিন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। এখনও সেখানে ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। হাওয়া অফিসের পূ্র্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার পর্যন্ত এই তিন জেলায় চলতে পারে ভারী বৃষ্টি।

rainfall up.jpg

এর জেরে জারি করা হয়েছে লাল সতর্কতা। এছাড়া, দার্জিলিং এবং কালিম্পঙেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

Add 1