শুধু দিল্লি নয়, ভেসে যাচ্ছে বঙ্গবাসীও!

টানা বৃষ্টির ধাক্কায় উত্তরবঙ্গের একাধিক নদীতে বেড়েছে জলস্তর। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে ১৩২.৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
F07QF2daEAEY1ix

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: বঙ্গে জোরদার বর্ষা। শুধু রাজধানী নয়, এরাজ্যেও চোখ রাঙাচ্ছে জলস্তর। ইতিমধ্যেই জলমগ্ন একাধিক এলাকা। অথচ বৃষ্টি থামার কোনও নাম নেই।

টানা বৃষ্টির ধাক্কায় উত্তরবঙ্গের একাধিক নদীতে বেড়েছে জলস্তর। রাতভর বৃষ্টিতে ফুঁসছে তিস্তা, করলা, জলঢাকা। বন্যার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে ১৩২.৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।

জলস্তর বেড়েছে কোচবিহারের নদীগুলিতেও। তোর্সা, মানসাই নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। তিস্তায় জারি হয়েছে লাল সতর্কতা। রাতভর বৃষ্টির জেরে শিলিগুড়ির বিভিন্ন জায়গাও জলমগ্ন। শিলিগুড়ির ফুলেশ্বরী, বাবুপাড়ার রাস্তায় হাঁটুজল। অন্যদিকে, ফুলবাড়িরও বেশ কয়েকটি এলাকা জলমগ্ন।