New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতাঃ বুধবার দক্ষিণ লন্ডনের ক্ল্যাপহ্যাম শহরে 'ক্ষয়কারী পদার্থের' ঘটনায় দুই শিশুসহ নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
/anm-bengali/media/media_files/ZJ2Ffsimrt3aCXQOdRCj.jpeg)
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, আহত আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের সবাই প্রাপ্তবয়স্ক।
/anm-bengali/media/media_files/6GWBIjP4vrbY3ngX3JQE.jpeg)
বিবৃতিতে বলা হয়, তিন পুলিশ কর্মকর্তাকেও সামান্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
/anm-bengali/media/media_files/fkjKcRwCXKLdi7QuHXTw.jpeg)
লন্ডন ফায়ার ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, 'বুধবার সন্ধ্যায় ক্ল্যাপহ্যামের লেসার অ্যাভিনিউতে রাসায়নিক হামলার খবর পেয়ে দমকল কর্মীদের ডাকা হয়।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us