New Update
/anm-bengali/media/media_files/nila3.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, ওয়াকফ বোর্ডের সংশোধনী বিল ২০২৪-এর সম্পর্কে, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলেছেন, "ওয়াকফ বোর্ডের নামে এমন বহু সম্পত্তি আছে যেসব সম্পত্তি আইনত নয়।
/anm-bengali/media/media_files/UUaLhkscZ0vctYbQLQJd.jpg)
সরকার মনে করছে এই ধরনের সম্পত্তি অনেক সময় দেখানো হয় না এবং এই ধরণের সম্পত্তির রোজগার অনেক সময় দেখানো হয় না। সেই ক্ষেত্রে সরকার একটা পদক্ষেপ নিচ্ছে এই বিল নিয়ে। যেকোনও সম্প্রদায়ের মানুষ হোক না কেন তারা ওয়াকফ বোর্ডের নামে একটি জমি কুক্ষিগত করে রাখবেন, এই বিষয়টি সরকার ভালো চোখে দেখছে না।
/anm-bengali/media/media_files/nila4.jpg)
বিরোধীরা এই বিলটিকে একটি কমিটিতে পাঠানোর কথা বলেছিল সরকার সেটা মেনে নিয়েছে। বিরোধীদের মতামত নিয়ে এই বিলটি পাশ হবে এরকমটাই আশা করা যায়।"
/anm-bengali/media/post_attachments/3c00377fdec7b95805d99a534484d20df428f12df75bb8534669963afad396b6.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us