বেলডাঙা মামলা: NIA নিল চরম সিদ্ধান্ত

২০২২ সালে বেলডাঙায় ঘটেছিল ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে প্রাণও হারায় একজন। আর এবার এনআইএ নিল চরম সিদ্ধান্ত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: গতবছর বেলডাঙায় ঘটেছিল ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে প্রাণও হারায় একজন। কিন্তু তারপরও সেই রকম কিছু প্রমাণ না মেলায় জামিন পেয়ে যায় অভিযুক্তরা। আর এবার বেলডাঙার বিস্ফোরণের ঘটনায় যুক্ত হল UAPA অ্যাক্ট। UAPA-ধারা যুক্ত করল NIA।

আদালতে এনআইএ জানিয়েছে, পাইপ বোমা বা বোমাতে লোহার টুকরো যা ব্যবহার করা হয়েছে, তা সাধারণত মিলিটারি গ্রেনেডের মত। ঘটনায় যারা গ্রেফতার হয়েছিল এবং যারা জামিনে রয়েছে, তাঁদের জামিন বাতিল করার আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছে এনআইএ।