আগামী ৩ ঘন্টা সাবধান…বাইরে বেরলে ভেসে যেতে পারেন আপনিও

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ৩ ঘন্টার মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

rain mp.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আগামী ৩ ঘন্টা জরুরী সতর্কতা জারি হয়েছে গুজরাট জুড়ে। কেননা ফুঁসছে নর্মদা। যেকোনও মুহুর্তে বানভাসী পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যে, তাই সব দিক থেকে প্রস্তুত রাজ্য সরকার।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী ৩ ঘন্টার মধ্যে গুজরাটে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। যেমন - জুনাগড়, পোরবন্দর এবং গির সোমনাথ। আহমেদাবাদ, মহেসানা, গান্ধীনগর, পাটান, বনাসকাঁথা, সবরকাঁথা, আরাবল্লী, মহিসাগর, পঞ্চমহল, খেরা, আনন্দ, ভাদোদরা, দাহোদ, ছোট উদেপুর, ভরুচ, নর্মদা, সুরাট, তাপি, দেবভূমি দ্বারকা, জামনগরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩ ঘন্টার মধ্যে মরবি, সুরেন্দ্রনগর, রাজকোট, আমরেলি, বোটাদ, ভাবনগর, কচ্ছ এবং দিউতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।