New Update
/anm-bengali/media/media_files/cr95UkCMZ2foLBMmVN0T.jpg)
নিজস্ব সংবাদদাতাঃগত মঙ্গলবার রাতে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেক মানুষ ভূগর্ভস্থ বাঙ্কারে ঢুকে পড়েন। আতঙ্কের মধ্যেও একটি ভূগর্ভস্থ বাঙ্কারে এক নবদম্পতি নাচে-গানে তাঁদের বিবাহ উদযাপন করলেন। বাঙ্কারের মধ্যে এই দম্পতির নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে সদ্য বিবাহিত দম্পতিকে নাচতে দেখা গিয়েছে। বিয়েতে যে অতিথিরা ছিলেন তাঁরাও হাততালি দিয়ে দম্পতির নাচের তালে তাল মেলাচ্ছিলেন। দেখুন ভিডিও-
Newlywed couple in Jerusalem shared their first dance in an underground bunker as Iran launched ballistic missiles towards Israel on October 1 - #WATCH#Jerusalem#IsraelIranWar#NewlyWedCoupleDance#Viral#ViralVideopic.twitter.com/U795mYq0lW
— TIMES NOW (@TimesNow) October 3, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us