New Update
/anm-bengali/media/media_files/ZX5Cnw3jNpzzHpDxfaJO.jpg)
নিজস্ব সংবাদদাতা: শুধু কি রাস্তায় নেমে স্লোগান দিয়ে, প্ল্যাকার্ড হাতেই প্রতিবাদ করা যায়? অবশ্যই নয়। নানানরকম ভাবে প্রতিবাদ করা যায়। প্রতিবাদের নিজস্ব এবং নির্দিষ্ট কোনও ভাষা হয়না। প্রতিবাদী সত্ত্বাটুকু থাকলেই যথেষ্ট।
/anm-bengali/media/post_attachments/c2b8bd93f77c6006c2afe6c423d5e0af0908595c83b2d57280362492c481a575.webp)
আরজি কর কাণ্ড নিয়ে যখন উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ, তারই মাঝে একাডেমী অফ ফাইন আর্টস ওয়াকার্স ইউনিয়ন-এর উদ্যোগে প্রতিবাদ যেন তার এক অন্যভাষা খুঁজে পেল।
/anm-bengali/media/post_attachments/03e9f6dc3eb9181d6cb4e1510c48d768651d49ed57c6ba546a05b57a28757148.jpg?VersionId=0JsopkjMW6Pz2AaMdeXjrwlZDE7u1FTa)
এই একাডেমীর উদ্যোগে চলবে সারারাত মেয়েদের থিয়েটার। থাকবে ৬টি অনবদ্য উপস্থাপনা। প্রবেশমূল্য স্বরূপ ৫০ টাকা ধার্য করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us