/anm-bengali/media/media_files/CKZNsSmqcQgPDlUEJErG.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ স্কুলে ঢুকতে গেলে এখন থেকে শিক্ষক-শিক্ষিকাদের মানতে হবে সঠিক সময়ের জ্ঞান। অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে ঢুকতে হবে স্কুলে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যালয়ের প্রধান থেকে সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের প্রার্থনায় থাকতে হবে। ১০টা ৪০ থেকে ১০টা ৫০ পর্যন্ত প্রার্থনা চলবে। ১০টা ৪০-এর পর এলে 'লেট মার্ক' হবে ও ১১টা ১৫ মিনিটের পর স্কুলে এলে 'অনুপস্থিত' ধরা হবে। এতদিন সকাল ১০টা ৫০ মিনিটের মধ্যে ঢুকতে হত। নতুন শিক্ষাবর্ষে সেই সময় আরও ১০ মিনিট এগিয়ে আনা হল। শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বিকেল সাড়ে ৪টে পর্যন্ত থাকতে হবে। ছুটি নিলে আগাম তা জানাতে হবে। কে, কতক্ষণ, কতগুলি ক্লাস নিচ্ছেন তা একটি ডায়েরিতে লিখে রাখতে হবে। প্রধান শিক্ষক-শিক্ষিকা তা নজরে রাখবেন।
জানা গিয়েছে যে, প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের সমস্ত সরকারি ও সরকার পোষিত-সব বোর্ডের আওতাধীন স্কুলগুলিকে এই নির্দেশিকা মেনে চলতে হবে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us