New Update
/anm-bengali/media/media_files/2024/10/16/7HTAHOLo41KRoOySfXec.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা সুরিন্দর কুমার চৌধুরী।
NC leader Surinder Kumar Choudhary took oath as Deputy Chief Minister of Jammu and Kashmir pic.twitter.com/POC1fZM5ul
— ANI (@ANI) October 16, 2024
প্রসঙ্গত, এর আগে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ওমর আবদুল্লা। ওমর আবদুল্লার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীনগরের শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়া, উপস্থিত ছিলেন জেকেএনসি প্রধান ফারুক আবদুল্লাহ, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, পিডিপি প্রধান মেহবুবা মুফতি, আপ নেতা সঞ্জয় সিং, সিপিআই নেতা ডি রাজা সহ ভারতীয় জোটের নেতারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us