পেটের ভিতর এসব কি? চক্ষুচড়ক চিকিৎসকের

জঙ্গলমহলের প্রত্যন্ত ঝাড়গ্রামের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে অস্ত্রোপচারের পর মহিলার পেট থেকে বের করা হল প্রায় সাড়ে সাত কেজি ওজনের বিশাল টিউমার। সেই মহিলা, সরোজিনী মূর্মূ এখন সুস্থ রয়েছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nayagram

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামের নয়াগ্রামে জটিল অপারেশনে পেট থেকে বের হল সাড়ে ৭ কেজি ওজনের টিউমার। যা দেখে অবাক চিকিৎসকেরা। তবে অপারেশন সফল হয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

যা জানা যাচ্ছে, মহিলার নাম সরোজিনী মূর্মূ। বয়স ৪৫ বছর। অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অথচ সরোজিনী মূর্মূ কিছুতেই বুঝতে পারছিলেন না ,তার পেটের মধ্যে বাসা বেধেছে আস্ত একটি টিউমার। সেই টিউমারই অস্ত্রোপচার করে বার করলেন চিকিৎসকেরা।

জঙ্গলমহলের প্রত্যন্ত ঝাড়গ্রামের নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে অস্ত্রোপচারের পর তাঁর পেট থেকে বের করা হয় প্রায় সাড়ে সাত কেজি ওজনের বিশাল টিউমার। সরোজিনী মূর্মূ এখন সুস্থ রয়েছেন।

WhatsApp Image 2023-06-30 at 07.50.56

যা জানা যাচ্ছে, উচ্চ রক্তচাপ ও অন্যান্য কমপ্লিকেশন ছিল তাঁর। গত ১৩ তারিখে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হন তিনি। জেনারেল সার্জেন্ট এবং গাইনোকলজিস্ট দেখার পরে প্রয়োজনীয় তথ্য ঘেঁটে সম্পূর্ণ বিষয়টি সামনে আসে। এরপরে ল্যাপারটোমি অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। রোগী এবং তার পরিবারের সদস্যদের অনুমতি নিয়ে অস্ত্রোপচারের পর পেট থেকে প্রায় সাড়ে সাত কেজির বিশাল টিউমার বের করা হয়। 

গাইনোকোলজিস্ট ডঃ শিবশঙ্কর বর্মন এবং ডঃ সাগরময় জানা, আর অ্যানাস্থেটিস ডক্টর শুভঙ্কর সামন্তর তত্ত্বাবধানে এই অপারেশনটি সম্পন্ন হয়। এখন সুস্থই আছেন সরোজিনী মূর্মূ।