ফের চমকে দিল নাসা

নাসা টুইট করে জানিয়েছে, পার্কার সোলার প্রোব সূর্যের চারপাশে আরেকবার প্রদক্ষিণ সেরেছে। আর তার এই প্রদক্ষিণেই ধরা পড়েছে সূর্যের অভিনব রূপ।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
nasa new

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ক’দিন আগেই অন্য একটি গ্রহাণুর ওপর নজর ছিল নাসার। এবার ফের বদলালো তার নজর। এবং সেই নজরে যা ধরা পড়ল, তা কম আশ্চর্যের নয়।

নাসা এদিন টুইট করে জানিয়েছে, পার্কার সোলার প্রোব সূর্যের চারপাশে আরেকটি প্রদক্ষিণ সেরেছে। আর তার এই প্রদক্ষিণেই ধরা পড়েছে সূর্যের অভিনব রূপ। একই সাথে এই প্রদক্ষিণে ধরা পড়েছে ‘সুপারম্যাসিভ ব্ল্যাক হোল’ও। যদিও তা দূরে রয়েছে, তবুও তা সচেতন হচ্ছেন বিজ্ঞানীরা। এদিন এমনটায় জানানো হয়েছে নাসার তরফে।