Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/kZmXkduE620PH20rnW1p.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিজেপি কর্মীর মাকে পিটিয়ে খুন এবং ৭ জন বিজেপি কর্মী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, এমনই ঘটনা গতকাল রাতে ঘটেছিল নন্দীগ্রামে। তার জন্য সকাল থেকে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করতে থাকেন তারা।
/anm-bengali/media/media_files/B1A56nAFJUO03YYB7rAZ.jpeg)
সকাল থেকে এই বিক্ষোভের আগুন ধিকিধিকি জ্বললেও, বেলা বাড়তেই অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে নন্দীগ্রাম জুড়ে। একটা সময় মনে হতে থাকে ভোটের ৪৮ ঘন্টা আগে পুরনো সেই নন্দীগ্রাম ফিরে এসেছে। আর সেই অতীত যাতে আর না ফেরে তাই এবার অ্যাকশন মুডে ধরা দিল পুলিশ। কার্যত লাঠি হাতে পথে নেমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ ও র্যাফ। বিজেপি কর্মীদের উত্তেজনাকে এক মুহুর্তে কন্ট্রোলে আনলো লাঠিধারী পুলিশ প্রশাসন। আপাতত, সকাল থেকে চলতে থাকা অবরোধ উঠিয়ে দিয়েছে প্রশাসন।
/anm-bengali/media/media_files/SRxhN8X7zRBc8CAL1uFs.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us