/anm-bengali/media/media_files/zunSD9v6tfUvLXnIvFgl.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি অশান্তির খবর এসেছিল এই জেলা থেকেই। ভোট দিতে গিয়ে সন্তান হারানো মায়ের কান্না দেখেছে গোটা রাজ্যই। আজ সেই জেলাতেই সবচেয়ে বেশি বুথে হচ্ছে পুনর্নির্বাচন। তারই একটি ভোট কেন্দ্রের ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, শান্তিপূর্ণ ভাবেই শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। ভোটাররা সারিবদ্ধ ভাবে সকাল থেকেই বুথের বাইরে লাইন দিয়েছেন।
#WATCH | Voters queue up outside a polling booth in Murshidabad district ahead of re-polling for West Bengal Panchayat elections.
— ANI (@ANI) July 10, 2023
Re-polling will be conducted in 697 booths today. pic.twitter.com/lzBjlN3kA3
অবশ্য, পুনরায় নির্বাচন শুরুর আগে এই জেলাতেও ভোট পরবর্তী হিংসা দেখা গিয়েছিল। সামশেরগঞ্জে কংগ্রেস কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় বলে অভিযোগ। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধেই। লালগোলাতেও দফায় দফায় চলে বোমাবাজি। পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ তুলে থানা ঘেরাও করে তৃণমূল প্রার্থী। আর এই সব আবহের মধ্যেই এখানে শুরু হয়েছে পুনর্নির্বাচন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us