New Update
/anm-bengali/media/media_files/SP0kI9lIt2B4dqMfE6At.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ২৪ ঘন্টা পেরিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত প্রক্রিয়ায় জোর দিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু হল তার কারণ খতিয়ে দেখছে প্রশাসন। গতকাল রাতভোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে যাদবপুর থানার পুলিশ। এরই মধ্যে ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করছেন তারা। পোস্টমর্টেম রিপোর্টে মূলত বলা হয়েছে তিন তলা থেকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে। স্বভাবতই এবার ফরেন্সিক রিপোর্টের ওপর নির্ভর করতে হচ্ছে পুলিশকে।
এদিকে ঘটনার একদিন পেরনোর পরই খুনের মামলা দায়ের করলেন স্বপ্নদীপের বাবা। ৩০২ ধারায় খুনের মামলা এবং ৩৪ ধারায় একাধিক ব্যক্তি জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। তদন্তের দায়িত্বে খোদ রয়েছেন জয়েন্ট সিপি ক্রাইম শঙ্কশুভ্র চক্রবর্তী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us