গণপতি এবার 'সবচেয়ে ধনী', ধরা দিলেন বিশেষ রূপে

মুম্বাইয়ের 'সবচেয়ে ধনী' গণপতি এবার ধরা দিলেন ক্যামেরায়।

wp9767374.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই গণেশ পুজো। সেই বাপ্পার পুজোতে ডুব দিয়েছে মহারাষ্ট্র। বাণিজ্য নগরীর অলিগলিতে হাজির গণপতি বাপ্পা। আবার কোথাও কোথাও চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

মুম্বাইয়ের 'সবচেয়ে ধনী' গণপতি এবার ধরা দিলেন ক্যামেরায়। মহারাষ্ট্রের GSB সেবা মন্ডল-এর এবারের নিবেদন সোনার গণপতি।

 

যা জানা যাচ্ছে, এ বছর ৬৯ কেজি সোনা ও ৩৩৬ কেজি রুপো দিয়ে প্রতিমা সাজিয়েছেন তারা। সোনার গণপতিকে দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।