New Update
/anm-bengali/media/media_files/fdecZsGLIWoYNQk1cPVm.jpg)
নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ মাননীয় সাংসদ শ্রী দিলীপ ঘোষ আজ নতুন এফওবির উত্তর এবং দক্ষিণ দিকে নতুন টিকিট বুকিং কাউন্টারের উদ্বোধন করেছেন।
ডিআরএম খড়গপুরের সঙ্গে মিলে খড়গপুর রেল স্টেশনের ১২৫ বছরের পূর্তি উৎসব পালন করলেন মাননীয় সাংসদ দিলীপ ঘোষ । স্টেশন মহোৎসব উপলক্ষে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
শ্রী দিলীপ ঘোষ নতুন বুকিং অফিস উদ্বোধনের পর খড়্গপুর থেকে গিরিময়দান রেল স্টেশন পর্যন্ত একটি অসংরক্ষিত টিকিটও কেনেন।