ভয়াবহ! চারিদিকে শুধুই যেন ধ্বংসের ছবি

দিনের আলো ফুটতেই ভয়াবহতার ছবি সামনে চলে এল।

New Update
WhatsApp Image 2023-11-04 at 08.38.49.jpeg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গত রাতেই নেপাল পুনরায় স্মৃতি উসকে দিয়েছে ২০১৫ সালের সেই ভয়াবহ ভূমিকম্পের। আরও একবার ফিরল সেই ভয়ঙ্কর দিন! ভয়াবহ কম্পনে কেঁপে উঠল নেপাল। রাতের অন্ধকারে আর্তনাদ, আর উদ্ধারকার্য ছাড়া আর কিছু সেই ভাবে প্রকাশ্যে আসেনি। তবে দিনের আলো ফুটতেই ভয়াবহতা যেন প্রকোট হল। চারিদিকে শুধুই ধ্বংসের ছবি।

নেপাল জাজারকোট থেকে প্রকাশ্যে এসেছে সেই সব ছবি। গত রাতে এখানেই ভূমিকম্পের প্রভাব জোরালো ভাবে পড়ে।

WhatsApp Image 2023-11-04 at 08.40.52.jpeg

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ভেরী হাসপাতাল, কোহালপুর মেডিকেল কলেজ, নেপালগঞ্জ সামরিক হাসপাতাল এবং পুলিশ হাসপাতালকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য চিহ্নিত করা হয়েছে। নেপালের সমস্ত হেলি-অপারেটরদের স্ট্যান্ডবাই থাকতে বলা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আহতদের এয়ারলিফটে করে হাসপাতালে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। কেননা এখন এক একটা মুহুর্ত ভীষণ গুরুত্বপূর্ণ। যাতে এয়ারলিফটে কোনও সমস্যা না হয় তার জন্যে নিয়মিত বিমান চলাচল স্থগিত করা হয়েছে। নেপালগঞ্জ বিমানবন্দর এবং সামরিক ব্যারাক হেলিপ্যাডে একটি অ্যাম্বুলেন্স সবসময় স্ট্যান্ড বাই রয়েছে। যাতে আহতরা এলেই ব্যবস্থা নেওয়া যেতে পারে।

 

hiren