ভয়াবহ যুদ্ধ! আচমকা হামলার আশঙ্কা, সরিয়ে নেওয়া হচ্ছে মানুষদের

অব্যাহত রাশিয়া ইউক্রেন যুদ্ধ।

New Update
ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ খারকিভ আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ৫৬টি বসতি থেকে বাধ্যতামূলক ভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর বুধবার পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ কুপিয়ানস্ক জেলা ছেড়েছেন।

খারকিভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিহুবভ বলেন, "৩৫০ শিশুসহ এখন পর্যন্ত ২ হাজার ৩৩৯ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে যত বেশি সম্ভব মানুষকে সরিয়ে নিতে আমরা জাতীয় পুলিশের সঙ্গে কাজ করছি।"

সিনিহুবভ বলেন, 'ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের আগে সেখানে বসবাসকারী ৫৭,০০০ লোকের বিপরীতে এখন পর্যন্ত ১২,০০০ লোক বাস করছে।

সিনিহুবভ যোগ করেছেন যে কুপিয়াঙ্ক সেক্টরে ফ্রন্টলাইনের পরিস্থিতি "কঠিন" রয়ে গেছে।