সন্ত্রাসীদের হামলা, বাণিজ্য রক্ষায় যুক্ত ২০টির বেশি দেশ! জিতে গেল যুক্তরাষ্ট্র

২০টিরও বেশি দেশ এখন লোহিত সাগর জোটের অংশ।

New Update
united states

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ইয়েমেনের হুতি আন্দোলনের আক্রমণ থেকে লোহিত সাগরে বাণিজ্যিক যান চলাচল রক্ষায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নতুন জোটে অংশ নিতে ২০টিরও বেশি দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

তবে পেন্টাগনের নতুন তথ্য থেকে বোঝা যায়, ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে আঞ্চলিক উত্তেজনা বেড়ে যাওয়ায় এই অভিযানের রাজনৈতিক সংবেদনশীলতার লক্ষণ হিসেবে পেন্টাগনে স্বাক্ষরকারী অন্তত আটটি দেশ প্রকাশ্যে নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে।

মেজর জেনারেল প্যাট্রিক রাইডার গ্রিস ও অস্ট্রেলিয়ার ঘোষণার কথা উল্লেখ করে বলেন, 'আমরা এখন ২০টিরও বেশি দেশকে অংশগ্রহণের জন্য স্বাক্ষর করেছি। আমরা অন্যান্য দেশকে তাদের অংশগ্রহণের বিষয়ে কথা বলার অনুমতি দেব।" 

hire