রাজ্য থেকে কি তবে বিদায় নিল বর্ষা?

এবার হইতো সত্যিই বিদায় নিতে চলেছে বর্ষা।

New Update
sun_and_rain_together_by_8darkartist8_d29r3x7-fullview.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল থেকেই কমেছে বৃষ্টির দাপট। হাওয়া অফিস অবশ্য আগেই জানিয়েছিল, নিম্নচাপ ধীরে ধীরে সরে যাচ্ছে বাংলাদেশের দিকে। ফলে বৃষ্টির দাপট কমবে। বৃষ্টি দাপট অবশ্য কাল থেকেই কমতে শুরু করেছে। তার বদলে বদলাচ্ছে আবহাওয়া। হাল্কা কনকনে শীতের পরশ মিলছে ভোর থেকে। আর এতেই মনে হচ্ছে এবার হইতো সত্যিই বিদায় নিতে চলেছে বর্ষা।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৩ শতাংশ।