১০ দিন পর খুলল মঙ্গলাহাট

এদিন মঙ্গলাহাটের ক্ষতিগ্রস্ত এলাকায় পসরা সাজাতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। এখনও সেখানে কাজ চলছে তাই সেখানে বসতে পারলেন না ব্যবসায়ীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
ম্নব

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গভীর রাতের আগুনে ভস্মীভূত হয়েছিল হাজারেরও বেশি দোকান। নষ্ট হয়েছিল একাধিক সম্পত্তি। সেই কালো রাতের সময় কাটিয়ে আজ ১০ দিন পর খুলল মঙ্গলাহাট। এদিন সকাল থেকেই মঙ্গলাহাটে ভিড় জমান ব্যবসায়ীরা। তবে সেখানেও দেখা যায় বিপত্তি।

প্রশাসনের পক্ষ থেকে, এদিন ওই ক্ষতিগ্রস্ত এলাকায় পসরা সাজাতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। এখনও সেখানে কাজ চলছে বলে জানানো হয়। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। তাদের বক্তব্য এই ১০ দিনে প্রচুর ক্ষতি হয়েছে। সেই আর্থিক ক্ষতি মেটাতে ফের শুরু করতে হবে ব্যবসা। তাদের দাবি, ওই জায়গায় বসতে না দিলে তারা কম সে কম রাস্তায় বসে ব্যবসা করুন, এমনটা অন্তত নির্দেশ দিক প্রশাসন। এমনটাই অনুরোধও জানান তারা। তবে এদিন প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। আর এতেই ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা।