Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ সওয়াল-জবাবের পর্ব শেষ। তথ্য প্রমাণের পর্বও শেষ। এবার পালা রায়দানের। এসএসসি দুর্নীতি মামলায় রায় ঘোষণার দিন জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আর সেই দিনটি হল আগামী সোমবার।
আগামী সোমবার আইনের খাতায় নতুন ইতিহাস লেখা হতে চলেছে। কেননা এখনও পর্যন্ত শিক্ষায় অন্যতম সর্বোচ্চ দুর্নীতি এই নিয়োগ দুর্নীতি মামলা। তাই সে ক্ষেত্রে শাস্তিও হওয়া উচিত জোরালো বলে মনে করছেন অনেকেই। আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। এই রায়ের দিকে তাকিয়ে রয়েছে সমগ্র বাংলা।
/anm-bengali/media/media_files/sPEMJdpRplpXxK3i6Wrc.jpg)
/anm-bengali/media/post_banners/d0p4ETl9onypWfIezV94.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us