/anm-bengali/media/media_files/2025/03/20/1000173184-525784.jpg)
নিজস্ব সংবাদদাতা : মোহনবাগান ক্লাবের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নতুন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ক্লাবের কার্যনির্বাহী কমিটি। এই নিয়ে সম্প্রতি কুণাল ঘোষ তার 'X' হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, "ক্লাবের নির্বাচন বোর্ড ঘোষণা করল মোহনবাগান কার্যনির্বাহী কমিটি। নির্বাচন কবে, কীভাবে, এসংক্রান্ত যাবতীয় দায়িত্ব এখন থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন বোর্ড। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন বোর্ড ঘোষণা করে দায়িত্ব পালন করা হল। এজিএমে কথা দেওয়া হয়েছিল, ঠিক সময়তেই ভোট হবে। বর্তমান কমিটি ভোট না করিয়ে পরিচালনক্ষমতায় থাকতে চায়, এমন কোনও অভিযোগের অবকাশ থাকবে না। কথা রাখা হল। এটা মোহনবাগান ক্লাব। জয় মোহনবাগান।"
/anm-bengali/media/media_files/2025/03/20/1000173185-222930.jpg)
ক্লাবের নির্বাচন বোর্ড ঘোষণা করল মোহনবাগান কার্যনির্বাহী কমিটি। নির্বাচন কবে, কীভাবে, এসংক্রান্ত যাবতীয় দায়িত্ব এখন থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বাধীন বোর্ডের। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন বোর্ড ঘোষণা করে দায়িত্ব পালন করা হল। এজিএমে কথা দেওয়া হয়েছিল, ঠিক… pic.twitter.com/coFAJkdWyE
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 20, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us