/anm-bengali/media/media_files/SM2Cnm6sacxZfUY1EFPN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পাঁচ গোল দিয়ে ডুরান্ড অভিযান শুরু করেছিল মোহনবাগান। দ্বিতীয় ম্যাচে পঞ্জাব এফসির বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়। বিরাট জয়ে সমর্থকদের উদ্দেশ্যে অভিনন্দন ছুঁড়ে দিয়েছে গোটা টিম।
A huge thanks to everyone who braved the rain and cheered on! 💪💚♥️#MBSG#JoyMohunBagan#আমরাসবুজমেরুনpic.twitter.com/9VQckky6M4
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 7, 2023
গত ম্যাচের প্রথম একাদশে নানা পরিবর্তন হয়েছে। তেমনই টেকনিকাল এরিয়ায়ও। কলকাতা লিগে কোচিং করাচ্ছেন বাস্তব রায়। ডুরান্ডের প্রথম ম্যাচেও সহকারী কোচ বাস্তবই দায়িত্বে ছিলেন। এদিন ৪৮ মিনিটের মাথাতেই ২-০ তে এগিয়ে যায় মোহন বাগান। তারপর শেষ ১০ মিনিটে আরও বেশ কিছু গোলের পরিস্থিতি তৈরি হয়। যদিও স্কোরলাইন বাড়েনি। ডুরান্ডে দু-ম্যাচেই ক্লিনশিট রেখে জয়লাভ করায়, ডার্বির আগে বেশ খানিকটা এগিয়ে রইল মোহন বাগান, তা বলাই যায়।
Clean sheet, two goals, three points, job done ✅ #MBSG#JoyMohunBagan#আমরাসবুজমেরুনpic.twitter.com/jKO8oW0G2B
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 7, 2023