/anm-bengali/media/media_files/2025/04/14/1000187752-692371.jpg)
নিজস্ব সংবাদদাতা : সোমবার যমুনানগরে এক জনসভায় এক আবেগঘন মুহূর্তে ভাসল দেশবাসী। হরিয়ানার কাইথালের বাসিন্দা রামপাল কাশ্যপ ১৪ বছর আগে এক অনন্য সিদ্ধান্ত নিয়েছিলেন—যতদিন না নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী হন এবং তাঁর সঙ্গে দেখা হয়, ততদিন তিনি জুতো পরবেন না। সেই প্রতিজ্ঞা তিনি রক্ষা করেছেন দীর্ঘ ১৪ বছর ধরে। খালি পায়েই চলাফেরা করেছেন রাস্তায়, গ্রামে, শহরে। অবশেষে, ২০২৫ সালের ১৪ এপ্রিল, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা হল তাঁর। আর সেই সময় মোদিই নিজের হাতে তাঁকে জুতো পরিয়ে দেন।
/anm-bengali/media/media_files/2025/04/14/1000187748-633072.jpg)
এই বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও মোদি নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী তার এক্স-এ লেখেন, "আজ যমুনানগরে কাইথালের রামপাল কাশ্যপজির সঙ্গে দেখা করার সৌভাগ্য হল। তিনি ১৪ বছর আগে একটি শপথ নিয়েছিলেন—আমি প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত জুতো পরবেন না, এবং আমার সঙ্গে দেখা না হলে পরবেন না। আমি ওঁর অনুভূতিকে সম্মান করি এবং ভালোবাসার জন্য কৃতজ্ঞ। কিন্তু আমি সকলকে অনুরোধ করব, ভবিষ্যতে এমন প্রতিজ্ঞা না নিয়ে বরং সমাজসেবা বা দেশ গঠনের কাজে ব্রত নেওয়ার শপথ নিন।"
/anm-bengali/media/media_files/2025/04/14/1000187746-847067.jpg)
রামপালের এই দৃঢ় বিশ্বাস এবং ভালোবাসা দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। এটা কেবল একজন মানুষের প্রতিজ্ঞা নয়, এটা বিশ্বাসের শক্তি, এবং একজন সাধারণ মানুষের পক্ষ থেকে নেতার প্রতি নিখাদ ভালোবাসার প্রকাশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us