নিজস্ব সংবাদদাতা : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় বলেছেন, "ভারত এবং মরিশাসের সম্পর্ক আরও মধুর হয়েছে।" তিনি মরিশাসের নাগরিকদের তাদের জাতীয় দিবসের শুভেচ্ছা জানান।
/anm-bengali/media/media_files/2025/03/11/nkx3iCPydj1rRcCJpjHG.jpg)
মরিশাসের প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করার ঘোষণা করেছেন। মোদী বলেন, "আমি এই পুরস্কার গ্রহণ করতে সম্মানিত বোধ করছি। এটি ভারত এবং মরিশাসের ঐতিহাসিক সম্পর্কের সম্মান।" মোদি আরও বলেন, 'এই পুরস্কার দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।'