New Update
/anm-bengali/media/media_files/VTeMbMlGS6WuFRCn6fg0.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আজ ৩০ ডিসেম্বর, শনিবার। ভারতের ইতিহাসে এই দিনটি চির স্মরণীয় হয়ে থাকবে আজীবন। কেননা, আজকের দিনেই পোর্ট ব্লেয়ারে নেতাজী সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করেন।
আর আজকের দিনেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক দিনটিকে স্বর্ণাক্ষরে সম্মান জানাবার জন্য অযোধ্যার আন্তর্জাতিক বিমানবন্দর ও স্টেশনের উদ্বোধন করলেন। এমনটাই তার এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন বিজেপির সুকান্ত মজুমদার।
৩০.১২.১৯৪৩: পোর্ট ব্লেয়ারে নেতাজী সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করেন
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 30, 2023
৩০.১২.২০২৩: এই ঐতিহাসিক দিনটিকে স্বর্ণাক্ষরে সম্মান জানাবার জন্য শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি অযোধ্যার আন্তর্জাতিক বিমানবন্দর ও স্টেশনের উদ্বোধন করলেন।
জয় হিন্দ #netajipic.twitter.com/X0cRkzIJ9e
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us