/anm-bengali/media/media_files/zGxZIHnBfVdNZjpGHjOA.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মণিপুরের ভাইরাল ভিডিওতে উত্তেজনা ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। তপ্ত রাজনীতি। আর এর মধ্যে আজ থেকেই শুরু হচ্ছে বাদল অধিবেশন। লোকসভা-রাজ্যসভা উভয় কক্ষেই আজ থেকেই শুরু হচ্ছে অধিবেশন।
আর এরই মধ্যে যা জানা যাচ্ছে প্রথম দিনই মণিপুর হিংসা ইস্যুতে উত্তাল হবে অধিবেশন। ভাইরাল ভিডিওর ঘটনায় ক্ষোভ প্রকাশ করবেন বিরোধীরা। ঠিক তার আগে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী।
বাদল অধিবেশন শুরুর আগে, এদিন প্রধানমন্ত্রী বক্তব্য পেশ করেন। আর তখনই, মণিপুরের ঘটনায় দুঃখপ্রকাশ করেন তিনি। বলেন, মণিপুরের ঘটনায় আমি ব্যাথিত। দেশের যেকোনও মেয়ের সাথেই এই ঘটনা ঘটলে, তা দুঃখজনকই হয়। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের প্রত্যেককে কঠোরতম শাস্তি দেওয়া হবে। আমি নিজে সেই শাস্তির ব্যবস্থা করব”।
PM Narendra Modi says, "My heart is filled with pain and anger. The incident from Manipur that has come before us is shameful for any civilised society. I urge all the CMs to further strengthen law & order in their states - especially for the security of women and take the… pic.twitter.com/SKLTtpAjuo
— ANI (@ANI) July 20, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us