মণিপুরের ঘটনায় আমি ব্যাথিত: মোদি

বাদল অধিবেশন শুরুর আগে, এই প্রথমবার মণিপুর ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী। মণিপুরের ঘটনায় দুঃখপ্রকাশ করেন তিনি। 'আমি ব্যাথিত' বললেন প্রধানমন্ত্রী।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
F1dOg3BaAAESZKM.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মণিপুরের ভাইরাল ভিডিওতে উত্তেজনা ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। তপ্ত রাজনীতি। আর এর মধ্যে আজ থেকেই শুরু হচ্ছে বাদল অধিবেশন। লোকসভা-রাজ্যসভা উভয় কক্ষেই আজ থেকেই শুরু হচ্ছে অধিবেশন।

আর এরই মধ্যে যা জানা যাচ্ছে প্রথম দিনই মণিপুর হিংসা ইস্যুতে উত্তাল হবে অধিবেশন। ভাইরাল ভিডিওর ঘটনায় ক্ষোভ প্রকাশ করবেন বিরোধীরা। ঠিক তার আগে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী।

বাদল অধিবেশন শুরুর আগে, এদিন প্রধানমন্ত্রী বক্তব্য পেশ করেন। আর তখনই, মণিপুরের ঘটনায় দুঃখপ্রকাশ করেন তিনি। বলেন, মণিপুরের ঘটনায় আমি ব্যাথিত। দেশের যেকোনও মেয়ের সাথেই এই ঘটনা ঘটলে, তা দুঃখজনকই হয়। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের প্রত্যেককে কঠোরতম শাস্তি দেওয়া হবে। আমি নিজে সেই শাস্তির ব্যবস্থা করব”।