New Update
/anm-bengali/media/media_files/b7Vs6DhSpF8NdBlJLZF7.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর হাইস্কুলে সারপ্রাইজ ভিজিটে উপস্থিত ডেবরা বিধানসভার বিধায়ক ড: হুমায়ুন কবীর। রাধামোহনপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্র ভিজিট করতে এসে ডেবরা বিধানসভার বিধায়ক ড: হুমায়ুন কবীর হঠাত করেই ভিজিট করতে ঢুকে পড়েন রাধামোহনপুর হাইস্কুলে। মিড ডে মিলে রান্নার কোয়ালিটি কেমন আছে কেমন চলছে পঠন পাঠন সমস্ত কিছুই জিজ্ঞাসাবাদ করেন স্কুল কর্তৃপক্ষের কাছে এবং সব শেষে ছাত্র ছাত্রীদের খাবার পরিবেশন করেন বিধায়ক নিজ হাতে। সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেষ ধাড়া সহ অনান্যরা।
/anm-bengali/media/media_files/sXr9Wav6B5LsbSa2xQsK.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us