Shreyashree Banerjee
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/ARCjLdLcqsfEUPCIMpgy.webp)
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে বুধবার কলকাতার রাস্তায় হাঁটবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে থাকবেন চিকিৎসক কুনাল সরকার, সুকুমার মুখোপাধ্যায়, বিক্রম সরকার-সহ আরও অনেকে। কর্মসূচির উদ্যোক্তারা জানিয়েছেন, স্বামী বিবেকানন্দের আদর্শকে স্মরণ করেই এই 'বিবেক জাগরণ যাত্রা'-য় অংশ নেবেন তাঁরা। ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীর বিবেকের জাগরণ ঘটিয়েছিলেন। আর জি কর ঘটনায় শহর ছাড়িয়ে রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশ,দেশ ছাড়িয়ে বিদেশেও ছাড়িয়েছে বিক্ষোভের আগুন।দোষীদের শাস্তির দাবিতে রাত দখল, ভোর দখল হয়েছে শহর জুড়ে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতা থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা প্রতিবাদে মুখোর হয়েছেন। এবার পথে নামবেন মিঠুন চক্রবর্তী।/anm-bengali/media/media_files/iWXwH36vmSNIzUB6pcyi.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us