New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: রেশন বণ্টন দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার পুরীর সমুদ্র সৈকত থেকে জরুরী ভিত্তিতে অমিত দে-কে স্বপরিবারে কলকাতায় ফিরিয়ে এনেছিলেন ইডির আধিকারিকরা। সেই দিনই রাতভর তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। আর এবার ডাক পড়ল ইডি দফতরে।
ইডি দফতরে আজ পা রাখলেন অমিত দে। গতকালও গভীর রাত পর্যন্ত তার নাগেরবাজার এর ফ্ল্যাটে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর ইডি আধিকারিকরা বেশ কিছু নথি নিয়ে আসতে বলেন তাঁকে। আজ সেই মোতাবেক সকাল ১০টার কিছু পরে ইডি দফতরে আসেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তৎকালীন আপ্ত সহায়ক। এই মুহুর্তে তাঁর জিজ্ঞাসাবাদ চলছে সিজিও কমপ্লেক্সে।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us