New Update
/anm-bengali/media/media_files/cnDo79PkUyUaCCL00vTp.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: সামনেই রয়েছে আন্তর্জাতিক যোগা দিবস। আগামী ২১ মার্চ গোটা বিশ্বেই পালিত হবে যোগা দিবস। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই দেশেও যোগা দিবস আলাদা মাত্রাই পেয়েছে। তিনি নিজে এই দিবস উদযাপন করেন। তাঁর সাথে তাঁর মন্ত্রী মহলও এই দিবসে যোগ দেন।
সেই আন্তর্জাতিক দিবসকে কেন্দ্র করেই যোগা সেসন-এ যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি এদিন একটি যোগা সেসনে যোগ দেন। দিল্লিতে অনুষ্ঠিত হওয়া সেই যোগা সেসনে ছিলেন সাধারণ মানুষজনও। মূলত, ২১ তারিখের আগে সেই দিনকেই উদযাপন করলেন কেন্দ্রীয় মন্ত্রী।
Delhi | Union Minister Meenakashi Lekhi participates in a Yoga session, ahead of #InternationalDayofYoga on June 21st. pic.twitter.com/hjnw3nr4jk
— ANI (@ANI) June 17, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us