/anm-bengali/media/media_files/nZnlFwjcRMvgveDRDLCt.jpg)
নিজস্ব সংবাদাতা, পশ্চিম মেদিনীপুর:- গত ১০ দিন ধরে চলা দুয়ারে সরকারের (Dhura Sarkar) শিবিরে পশ্চিম মেদিনীপুরের (East Midnapore) প্রায় ২ লক্ষ ৪০ হাজার মানুষ (২,৩৮,৯৬২) বিভিন্ন পরিষেবার জন্য আবেদন জানিয়েছেন। আবেদন পত্র জমা পড়েছে প্রায় আড়াই লক্ষের বেশি। এর মধ্যে ৮০ শতাংশ আবেদনের সমাধান বা নথিভুক্ত করার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে বুধবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী। তিনি এও জানিয়েছেন, মাত্র আড়াই হাজার আবেদনপত্র বাতিল হয়েছে। জেলাশাসক বলেন, "১০ই এপ্রিল পর্যন্ত জেলায় প্রায় ৫৩৭০টি দুয়ারে সরকারের শিবিরের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে ১২২০-টি মোবাইল ক্যাম্প বা ভ্রাম্যমান শিবির। ৪৮৪টি 'দুয়ারে ডাক্তার' শিবির করা হয়েছে।" তিনি এও জানিয়েছেন, দুয়ারে সরকারের শিবিরে সর্বাধিক ৫৫ হাজার আবেদনপত্র জমা পড়েছে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের জন্য। প্রায় একশো শতাংশ আবেদনপত্রই গ্রহণ করা হয়েছে। এছাড়াও, কৃষক বন্ধুর জন্য ৪১ হাজার আবেদনপত্র জমা পড়েছে। বিনামূল্যের অন্যান্য সামাজিক প্রকল্পগুলির জন্য ৩২ হাজার আবেদনপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন জেলাশাসক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us