প্রবল গরম, তার মধ্যেই স্বস্তির খোঁজ করছে মেদিনীপুর

গরমের প্রভাবে বেশ নাজেহাল পরিস্থিতি জেলায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
  weather update of medinipur district

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গতকাল থেকেই বৃষ্টির দেখা মেলেনি। তবে বেড়েছে সূর্যের তাপ। আর একই সাথে বেড়েছে তাপমাত্রা। ফলে গরমের প্রভাবে বেশ নাজেহাল পরিস্থিতি। যা জানা যাচ্ছে, আজও একই থাকবে আবহাওয়া।

হাওয়া অফিস জানাচ্ছে, দুই মেদিনীপুরেই এদিন বেলায় মেঘের দেখা মিলবে। তবে বেলার দিকে বাড়বে গরমও। এখনই বৃষ্টির কোনও দেখা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে হাওয়ার গতিবেগ, ঘন্টায় ৭-৮ কিলোমিটার। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ শতাংশ।