/anm-bengali/media/media_files/BHVnDRoaQFvp013Azyzd.jpg)
ফাইল ছবি
নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপুর: গত পঞ্চায়েতের থেকে ভালো ফল তৃণমূলের। মেদিনীপুর সদর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের সবেতেই একক সংখ্যা গরিষ্ঠতায় জয়লাভ। বিরোধীদের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতও ছিনিয়ে নিয়েছে এবার।
মঙ্গলবার নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছে, মেদিনীপুর সদরের ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ১০টি আসনের ৭টি তৃণমূল, ১টি বিজেপি, ২টি নির্দল (কুড়মি) পেয়েছে। চাঁদড়া গ্রাম পঞ্চায়েতের ১৮টি আসনের মধ্যে ১৬টি তৃণমূল, ২টি নির্দল (কুড়মি) পেয়েছে। উল্লেখ্য ওই দুটি গ্রাম পঞ্চায়েত গতবার বিজেপির দখলে ছিল। সেখানে ধেড়ুয়াতে ১টি আসন পেলেও চাঁদড়াতে শূন্য হল বিজেপি।
/anm-bengali/media/media_files/BTNm38OswZKmEnH3oikd.jpeg)
মনিদহ গ্রাম পঞ্চায়েতের ১৭টি আসনের মধ্যে তৃণমূল ১০টি, বিজেপি ৭টি আসন পায়। ওই পঞ্চায়েতে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপি-তৃণমূলের। কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের ২৩টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি, নির্দল ৫টি, বিজেপি ১টি আসন পায়। শহরের অন্যদিকে শিরোমণি, পাঁচখুরি-১, পাঁচখুরি-২, বনপুরা ওই গ্রাম পঞ্চায়েতগুলিতে একটিও আসনে জিততে পারেনি বিরোধীরা। তবে পাথরা গ্রাম পঞ্চায়েতে ২২টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি, বিজেপি ৪টি, নির্দল ১টি আসনে জিতেছে।
/anm-bengali/media/media_files/3VACYote6SpfLHe728g0.jpeg)
সদর ব্লকে সিপিএম জিততে পারেনি একটি আসনও। বিজেপির জনপ্রিয়তাও কমছে বলে ধরা যেতে পারে। ফল নিয়ে পর্যালোচনা বৈঠকে বসবে বলে জানিয়েছেন বিজেপি নেতা সুজিত জানা। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা এদিন বলেন, “মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। বিজেপি-সিপিএমের গোপন আঁতাত ভালো চোখে দেখেননি তারা। তাই এই বিরাট ফল”।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us