/anm-bengali/media/media_files/vXE9NyP7GdgBsDKg5pG6.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মেডিক্যালে ভর্তি দুর্নীতি মামলা সরল কলকাতা হাইকোর্ট থেকে। সোমবারের স্পেশাল বেঞ্চের শুনানিতে এমনই সিদ্ধান্ত নেওয়া হল। হাইকোর্টের কোনও বেঞ্চই আর এই সংক্রান্ত মামলা গ্রহণ করবে না। এরপর থেকে যাবতীয় শুনানি প্রক্রিয়া চলবে সুপ্রিম কোর্টে।
গত শনিবারের পর আজ ছিল মেডিক্যাল ভর্তি দুর্নীতি মামলা এবং এই সংক্রান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সৌমেন সেনের দ্বন্দ্ব মামলাও। হাইকোর্টের ইতিহাসে যা নজির বিহীন ঘটনা। এদিন সেই সংক্রান্ত মামলার শুনানিই শোনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৫ বিচারপতির বিশেষ বেঞ্চ। সমস্ত দিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় এই সংক্রান্ত সবকটি মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ - সব জায়গা থেকেই সরিয়ে নেওয়া হল। এবার থেকে সবকটি মামলার শুনানি চলবে সুপ্রিম কোর্টে। এই মামলার পরবর্তী শুনানি ৩ সপ্তাহ পর।
#UPDATE | Calcutta HC Judge vs Judge: SC transfers case related to fake certificate in West Bengal from Calcutta HC to itself. The Supreme Court directed all concerned parties to complete their arguments in the meantime. https://t.co/7o5ptQthE7
— ANI (@ANI) January 29, 2024
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us