/anm-bengali/media/media_files/DWuYnZmArQlheKn5VsCN.jpeg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনা যেরকম একাধিক রহস্যের জন্ম দিয়েছে, সেরকম তুলে দিয়েছে একাধিক প্রশ্নও। ভিন্ন জায়গা থেকে চোখে স্বপ্ন নিয়ে আসা পড়ুয়াদের মর্মান্তিক পরিণতি কখনওই কাম্য নয়। অথচ সেরকমটাই ঘটল যাদবপুরের মত নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে। এরপরই নড়েচড়ে বসল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
যা জানা যাচ্ছে, কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেল কমিটি গুলি নতুন করে গঠন করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। আজ হস্টেল পরিদর্শন করেন ভাইস প্রিন্সিপ্যাল ও ডিন অফ স্টুডেন্টস। তাঁদের গতকালের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, গিরি বাবু লেনের হস্টেলে শুধুমাত্র প্রথম বর্ষের পড়ুয়া থাকবে। দ্বিতীয় বর্ষে গেলে তাদেরকে আগামী বছর ঘর ছেড়ে দিতে হবে। একই সঙ্গে প্রাক্তনী কারা রয়েছেন, তা মূল্যায়নের জন্য থাকবে কমিটি। সেই কমিটি সিদ্ধান্ত নেবে, যে ঘরে যারা রয়েছেন, তাঁদের ঘর ছাড়তে হবে কিনা। এরপর প্রাক্তনীদের হস্টেল ছাড়তে হবে এক সপ্তাহের মধ্যে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us