লাইন থেকে নেমে গেল ট্রেন, দুটি লাইনে বন্ধ রেল পরিষেবা

শুক্রবার বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো বারুইপুরে। লাইনচ্যুত হয় একটি মালগাড়ি (Rail)। বারুইপুরের (Baruipur) চার নম্বর প্লাটফর্মের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।

author-image
Pritam Santra
26 May 2023
লাইন থেকে নেমে গেল ট্রেন, দুটি লাইনে বন্ধ রেল পরিষেবা

নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো বারুইপুরে। লাইনচ্যুত হয় একটি মালগাড়ি (Rail)। বারুইপুরের (Baruipur) চার নম্বর প্লাটফর্মের কাছে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রেল লাইনে ব্যবহৃত সিমেন্টের স্ল্যাব নিয়ে যাচ্ছিল মালগাড়িটি।  তিন ও চার নম্বর লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে রেল (Indian Railways)।