New Update
/anm-bengali/media/media_files/KrChYAbpTLR55xKtoP0q.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ নতুন সংসদ ভবনে পাশ হতে চলেছে মহিলা সংরক্ষণ বিল। সেই বিলের দিকে তাকিয়ে প্রত্যেকেই। কি থাকছে বিলে? কোথায় কোথায় সংরক্ষণ, তা জানতে উদগ্রীব নারীরা। আর সেই বিশেষ মুহুর্তের সাক্ষী থাকতে নতুন সংসদ ভবনে হাজির মহিলারা।
যা জানা যাচ্ছে, বিভিন্ন দলের মহিলা নেত্রীরাই এদিন নতুন সংসদ ভবনে আমন্ত্রিত রয়েছেন। বিল পাশ করার বিশেষ মুহুর্তের সাক্ষী থাকতেই হাজারো মহিলা আজ হাজির হয়েছেন নতুন সংসদ ভবনে।
#WATCH | Delhi | Women invitees arrive at the new Parliament building. pic.twitter.com/IqM9164kGR
— ANI (@ANI) September 19, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us