/anm-bengali/media/media_files/fqBBYPMR7Uoq3P6zwrB9.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকার বা শাসক দলের হয়ে কেন্দ্রীয় বাহিনী মামলায় সুপ্রিম কোর্টে লড়বেন অভিষেক মনু সিংভি। তিনি যেরকম একজন বিশিষ্ট আইনজীবী ঠিক তেমনিই কংগ্রেসের বরিষ্ঠ নেতা। আর এখানেই আপত্তি জানাচ্ছে রাজ্য কংগ্রেস।
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের প্রশ্নে সুপ্রিম কোর্টের মামলায় যাতে সিংভিকে একই ভূমিকায় দেখা না যায়, তার জন্য আগাম সক্রিয় হল প্রদেশ কংগ্রেস। এই বিষয়ে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে আবেদন পত্র পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের হাইকম্যান্ডের কাছে আর্জি জানিয়েছেন তিনি।
রাজ্যের কংগ্রেস নেতাদের তরফে বিষয়টা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দফতরে আগাম জানানো হয়েছে। সারা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।
অধীরের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী আনার নির্দেশ ঠেকাতে সর্বোচ্চ আদালতে রাজ্যের হয়ে সওয়াল করতে পারেন আইনজীবী সিংভি, এমনই আঁচ করছেন তারা। তারপরেই সিংভিকে নিরস্ত করার লক্ষ্যে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছেন প্রদেশ কংগ্রেস নেতারা।
তাঁদের যুক্তি, পঞ্চায়েত শাসক দলের সন্ত্রাসের শিকার কংগ্রেস কর্মী-সমর্থকেরা। মুর্শিদাবাদে এক জন নিহত হয়েছেন, চোপড়ায় গুলিবিদ্ধ হয়েছেন। এমতাবস্থায় এ রাজ্য থেকেই রাজ্যসভার সাংসদ সিংভি শাসক পক্ষের হয়ে আদালতে লড়লে কংগ্রেস দলের জন্য খুবই ‘ভুল বার্তা’ যাবে।
বিশেষত, প্রদেশ সভাপতি নিজেই যেখানে মামলায় আবেদনকারী। কংগ্রেস সূত্রের খবর, এআইসিসির সাধারণ সম্পাদক কে সি বেনুগোপালকে তাদের বিড়ম্বনা-র কথা ব্যাখ্যা করেছেন অধীর। বেণুগোপালও বিষয়টা দেখার আশ্বাস দিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us