/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: মণিপুর ভাইরাল ভিডিও মামলায় নজিরবিহীন পদক্ষেপ নেওয়া সিদ্ধান্ত নিচ্ছে অ্যাডভাইজারি টিম।
এদিন সিনিয়র অ্যাডভোকেয়ার ইন্দিরা জয়সিং বলেন, “যতদূর আইনের বিষয়, ধর্ষণের শিকার মহিলারা এ বিষয়ে কথা বলবেন না। তারা তাদের এই ট্রমা থেকে এতো তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন না। আমাদেরকে সাহায্য করতে হবে তাদেরকে”।
“প্রথম যে কাজ করতে হবে, তাদের আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তাই সবার প্রথম নাগরিক সমাজের নারীদের নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হবে। যেখানে এই ঘটনায় শিকার হওয়া মহিলারাই থাকবে কমিটিতে। তারাই কথা বলবে এদের সাথে”।
Manipur viral video case | Senior advocare Indira Jaising says as far as the law is concerned, victims of rape don't talk about it. They don't come out with their trauma. The first thing is to build confidence. Today, we don't know that if the CBI starts an investigation, women…
— ANI (@ANI) July 31, 2023