যুদ্ধ, বিক্ষোভ, এবার নিজের গায়ে আগুন ধরালেন ব্যক্তি

অব্যাহত ইসরায়েল-হামাস যুদ্ধ।

New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, রবিবার বিকেলে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের বাইরে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।

Add 1

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস কর্মকর্তা, ডিসি ফায়ার ও ইএমএস জানিয়েছে, আগুন নেভানোর পর ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস ঘটনাটি তদন্ত করছে।

cityaddnew

গাজায় যুদ্ধের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইসরায়েলি দূতাবাস। গাজার যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলপন্থী বিক্ষোভ শুরু হয়েছে। গত ৭ অক্টোবর গাজা শাসনকারী ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাস ১ হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা ও ২৫৩ জন জিম্মিকে আটক করার পর থেকে এই বিক্ষোভ শুরু হয়।

স