Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/1000069633.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, আজ অনশনরত ডাক্তারদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারকে ডেডলাইন বেঁধে দেওয়ার পর শনিবার দুপুরে অনশন মঞ্চে পৌঁছে যান মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। এরপর মুখ্যসচিবের ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। অনশন থেকে সরে আসার অনুরোধ জানান তিনি। স্পিকারে সেই ফোনবার্তা শোনানো হয় চিকিৎসকদের। আগামী সোমবার তাঁদের সঙ্গে নবান্নে বৈঠকে বসতে চান মমতা। ওইদিন বিকেল ৫টায় সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা চিকিৎসকদের বলেন, ‘পায়ে ধরে অনুরোধ করছি। অনশন তুলুন।’ সব দাবি যে ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে, সে কথাও উল্লেখ করেছেন তিনি। মমতা বলেন, ‘আমি দিদি হিসেবে বলছি। আন্দোলন থেকে সরে এস। কাজে যোগ দাও।’ ফোনে ডাক্তারদের ১০ দফা দাবিও এদিন শোনেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us