/anm-bengali/media/media_files/2025/03/25/o3ERJeqFoHmDBM1IwbyT.jpeg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর আমন্ত্রণে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার প্রতিনিধিদল বৃটেনে সফর করেছেন। এই প্রসঙ্গে কুণাল ঘোষ সম্প্রতি তার 'X' হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, "ভাভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর আমন্ত্রণে, প্রতিনিধিদলসহ। বৃটেন-বাংলা যোগাযোগ বৃদ্ধি, সরাসরি লন্ডন কলকাতা উড়ান, বাংলার বিভিন্ন লগ্নি আয়োজন নিয়ে বললেন মুখ্যমন্ত্রী। বৃটেনের শিল্পোদ্যোগীদেরও দারুণ সাড়া। কাল শিল্পবৈঠকের আগেই আজ ইতিবাচক অধিবেশন। ইন্ডিয়া হাউসে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা, আয়োজন, সম্মান দেওয়াও আন্তরিক এবং বর্ণময়।"/anm-bengali/media/post_attachments/ec360c8c-088.png)
/anm-bengali/media/post_attachments/acdee9f6-5fc.png)
/anm-bengali/media/post_attachments/02366bc1-705.png)
লন্ডন। ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর আমন্ত্রণে, প্রতিনিধিদলসহ। বৃটেন-বাংলা যোগাযোগ বৃদ্ধি, সরাসরি লন্ডন কলকাতা উড়ান, বাংলার বিভিন্ন লগ্নি আয়োজন নিয়ে বললেন মুখ্যমন্ত্রী। বৃটেনের শিল্পোদ্যোগীদেরও দারুণ সাড়া। কাল শিল্পবৈঠকের আগেই আজ ইতিবাচক অধিবেশন। ইন্ডিয়া হাউসে… pic.twitter.com/R8GykmHXhY
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 24, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us