আবহাওয়ার খামখেয়ালি, মালদার তাপমাত্রা দেখলে চমকে উঠবেন

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হওয়ার পরই শীতের তীব্রতা একটু বাড়বে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
heat 3

File Picture

নিজস্ব সংবাদদাতা: সকালের দিকে কাঁচা-মিঠে রোদ, তবে বেলা বাড়তেই গরম। এই ভাবেই প্রতিদিন একটু একটু করে বদলাচ্ছে আবহাওয়া। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে যে হারে ব্যবধান কমে গিয়েছে, তা আরও অস্বস্তি বাড়িয়ে তুলেছে মালদাবাসীর। এক্ষেত্রে হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হওয়ার পরই শীতের তীব্রতা একটু বাড়বে।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ মালদার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৪ শতাংশ। তবে আগামী সপ্তাহে এই তাপমাত্রা কমবে বলেই জানা যাচ্ছে।

hiren